পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এক ব্যাঘ্রকুমারের প্রেমময় প্রেমের গল্প, একটি বনমোরগ ও গণটাইগারের বন্ধু

ছবি
একদা এক বনে দেখা হল এক বাঘের সনে। বনের মাঝে রাজার সাজে বসেছিল সে একাকী।

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

Facebook এ friendship হল নাম তার ফারজানা Request পেয়ে আমি আনন্দে আটখানা ঝাক্কাস চেহারাটা, টানা টানা চোখ Message তো পাঠালামই, সেই সাথে Poke এই করে কেটে গেল দিন দশ-বারো একদিন ফারজানা Onlineএ এলো “Hi” দিয়ে করলাম chat start ফারজানা মেয়েটা Damn Smart

নুডুলস-পিয়াজ-রসুন এবং ভালবাসার গল্প

খাব খাব নুডুলস খাব নুডুলস খেতে snoopy যাব। তার আগে যাব পাহাড়ে সঙ্গে নিব কাহারে? সঙ্গে নিব পিয়াজ-রসুন দেখবে সে তার তাহারে। আমরা থাক দূরে বসে দেখে বলব, আহারে।

ভালোবাসার অনুকাব্য

তোমায় আমি ভালোবাসি ভালোবাসি ক্রিকেট আমার জীবনে তুমিই শুধু বিশ্বকাপের টিকেট। ********* তুমি আমায় বললে সেদিন দেখবে খেলা মাঠে গিয়ে তাইতো আমি টিকেট কিনি নাওয়া খাওয়া ভুলে গিয়ে।

ভাদা আর দাদাদের গদাম দিনঃ এইটাও একটা ভাদা

ছবি
এক যে ছিল দাদা সে ছিল এক ভাদা সামুতে ব্লগিং করতে এসে খেয়ে গেল োদা। বাংলা নাকি ক্ষ্যাতের ভাষা ইংরেজীতে শেখার নাই। এই ধরণের দালালী এই জনমে দেখি নাই।

যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য

এক যে ছিল আবাল সিকান্দার তার নাম। আবালীয় আর চুল্কানী পোস্ট দেয়াই ছিল তার কাম। এবার দিয়েছে নতুন পোস্ট কোনটি সেরা? বুয়েট না ঢাবি? সেরা বের করতে গিয়ে খেয়ে গেল সে খাবি।

ছাগু এবং নাস্তিক বলদাগো লাইগা অবশ্য পাঠ্য কবিতা

আমাদের ছোট নদী চলে বাকে বাকে ব্লগে কিছু নাস্তিক আর ছাগু থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ী ছাগু আর নাস্তিক করে মারামারি। চিকচিক করে বালি, কোথা নেই কাদা নাস্তিক আর ছাগু- দুটোই বেকুব হাদা।

আমার পরাণ পাখিগুলো ঝগড়া করে

বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, ভীষণ খিদে পেয়েছে চুলায় চাপাও কড়াই। তুমি থাক মহাসুখে আরাম কর ঘরে। আমি কত কষ্ট পাই সারাদিন অফিস করে।

নাস্তিকগো লাইগা কিছু অনুকাব্য

ছবি
একটু আগে নাস্তিক বিষয়ক একটা কবিতা দিয়েছিলাম।চোরের মত মাইনাস দিয়া পলাইতেছে।তাহাগো লাইগা আরও কিছু অনুকাব্য। ফেসবুক আইডি : জানো কি ভাইডি ভাগিনা খুলিয়া দেয় নাস্তিকের ফেসবুক আইডি  ****** নাস্তিকেরা লিখিতে চায় চরম করিতে চায় ব্লগ গরম বারবার তাহারা ধরা খায় তবু নাই তাগো লজ্জা শরম।

সত্যের জয়

নাস্তিকগুলো মুর্খ ভারী বাড়ছে তাদের তেল তাদের কথার জবাব দিতে হচ্ছি জেনারেল। তবু আমার ভাইগুলো সব আছে আমারই পাশে, হই জেনারেল, খাই ব্যান তবু তাতে কি যায় আসে?

সব ইগনোর

একদিন আমার একাউন্ট খুলে দেখি অনেক রিকোয়েস্ট আছে ঝুলে। সবগুলোই ছেলে, একটা শুধু মেয়ে মনটা আনন্দে উঠল নেচে গেয়ে। অচেনা মেয়েরাও আমায় করতে চায় এড আমার খোমাখানি may be not so bad(!) accept চেপে তার wall এ লিখলাম মিস্টি কথা এভাবেই আমাদের বন্ধুত্ব পাতা।

আমি একখান নোট লিখতাম চাই

ফেসবুকেতে চলছে এখন নতুন একটা ট্রেন্ড নোট লিখে তুমি ট্যাগ করে দাও তোমার যত ফ্রেন্ড। বিষয়ের কোন বালাই নেই, নেই তার আগামাথা তুমি শুধু লিখে যাবে তোমারি মনের কথা। সাহিত্যমান নাইবা থাকুক, কিবা যায় তাতে আসে পাত্তা তুমি দিয়ো নাকো যদি লোকে নোট পড়ে হাসে। পচাতে যদি চাও কাউকে লিখে ফেলো তুমি নোট ফ্রেন্ডগুলোকে ট্যাগ করে দাও সেই নোটে ঝটপট।

অভাগার এক দিন (একটি মিষ্টি প্রেমের কবিতা)

ঘুম থেকে জাগিয়া জলদি হাগিয়া অফিসে গেলাম ভাগিয়া। রাস্তায় পড়ে জ্যামে পথ চলা যায় থেমে টেনশনে উঠি ঘেমে। তবু হয়ে যায় লেট বন্ধ হয় গেট লজ্জায় মাথা হেট।