নুডুলস-পিয়াজ-রসুন এবং ভালবাসার গল্প
খাব খাব নুডুলস খাব
নুডুলস খেতে snoopy যাব।
তার আগে যাব পাহাড়ে
সঙ্গে নিব কাহারে?
সঙ্গে নিব পিয়াজ-রসুন
দেখবে সে তার তাহারে।
আমরা থাক দূরে বসে
দেখে বলব, আহারে।
আমরাও এমন হতে চাই
পাই না খুজে চাই যাহারে।
মনের মানুষ খুজে পাওয়া ভার
এত মানুষের বাহারে।
যদি তারে খুজে পাই
যাব জ্যোৎস্না বিহারে।
নুডুলস খেতে snoopy যাব।
তার আগে যাব পাহাড়ে
সঙ্গে নিব কাহারে?
সঙ্গে নিব পিয়াজ-রসুন
দেখবে সে তার তাহারে।
আমরা থাক দূরে বসে
দেখে বলব, আহারে।
আমরাও এমন হতে চাই
পাই না খুজে চাই যাহারে।
মনের মানুষ খুজে পাওয়া ভার
এত মানুষের বাহারে।
যদি তারে খুজে পাই
যাব জ্যোৎস্না বিহারে।
বন্ধুর ভালবাসার এক বছর পূর্তিতে এটা লিখেছিলাম। কিছু টার্ম আছে যা আমি এবং আমার বন্ধুরা ছাড়া আর কেউই বুঝবে না।তবুও এডিট না করেই দিলাম। অনেকদিন কোন পোস্ট দেই না, কিছু লেখা দরকার, তাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন