ছাগু এবং নাস্তিক বলদাগো লাইগা অবশ্য পাঠ্য কবিতা

আমাদের ছোট নদী চলে বাকে বাকে
ব্লগে কিছু নাস্তিক আর ছাগু থাকে।

পার হয়ে যায় গরু, পার হয় গাড়ী
ছাগু আর নাস্তিক করে মারামারি।

চিকচিক করে বালি, কোথা নেই কাদা
নাস্তিক আর ছাগু- দুটোই বেকুব হাদা।



কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক
তাদের ছোটলোকীতে আমরা অবাক।

আর-পারে আমবন তালবন চলে,
বিরোধী পোস্ট দেখলে তাগো "..." জ্বলে।

তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
দল ভরা তাদের বেকুব আর আবালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
নিজেদের ছাগু ভাদা বলে গালাগালি করে।

বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
মাল্টি নিকে ব্লগিং করা শুধুই তাদের সাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
ব্লগ থেকে নাস্তিক-ছাগু সাফ কর।

মহাবেগে কলকল কোলাহল ওঠে,
গদাম খেয়ে সব ছাগু নাস্তিক ফোটে।

দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
পেতে চাই ছাগু-নাস্তিকমুক্ত ব্লগ পাড়া।

পূর্বে সামু ব্লগে প্রকাশিত



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)