যে রামছাগলে বুয়েট আর ঢাবি নিয়ে পোস্ট দিছে এই পোস্টটা তার জন্য

এক যে ছিল আবাল
সিকান্দার তার নাম।
আবালীয় আর চুল্কানী পোস্ট
দেয়াই ছিল তার কাম।

এবার দিয়েছে নতুন পোস্ট
কোনটি সেরা? বুয়েট না ঢাবি?
সেরা বের করতে গিয়ে
খেয়ে গেল সে খাবি।



দুইটি প্লাসের বিপরীতে
মাইনাস পড়ল আটাশ।
গাধাটা এখনও বুঝল না
সে কতবড় খাটাশ।

ঢাবির ছেলে একটা ইমেইল নাকি
নিজে পারে না করতে।
আমার ধারণা এই ছাগলে
ঢাবিতে পারেনি পড়তে।

বুয়েটিয়ান নাকি চাকরী পায়না
খেটে যায় শুধু কামলা।
কে আছিস ভাই?এবার একটু
ছাগলটাকে সামলা।

জ্বীন নিয়ে ভাই করে যাও তুমি
নিয়ত গবেষণা।
ভার্সিটিগুলোর রেটিং করতে
তুমি আর এসোনা।


পূর্বে সামু ব্লগে প্রকাশিত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)