এক ব্যাঘ্রকুমারের প্রেমময় প্রেমের গল্প, একটি বনমোরগ ও গণটাইগারের বন্ধু

একদা এক বনে
দেখা হল এক বাঘের সনে।
বনের মাঝে
রাজার সাজে
বসেছিল সে একাকী।


দেখে মনে প্রশ্ন জাগে
কারো অপেক্ষায় সে ছিল কি?
প্রশ্ন শুনে অবাক চোখে
তাকিয়ে থাকেন বনের রাজা।
"হালুম" বলে ছাড়ে গর্জন
"আজকে তোকে দেখাব মজা"।
ভয়ে আমি কাপতে থাকি
ভাবতে থাকি কি করা যায়?
এমন সময় রঙ্গমঞ্চে
বনমোরগের ডাক শোনা যায়।
মুচকি হেসে,
একটু কেশে
বলল আমায়,"তাও জাননা?
এতকিছু ঘটে গেল
তুমি কি তার কিছু জাননা?"
জবাব দিলাম, "নারে ভাই।
বল না কেন রাজার
মন ভাল নাই?"
মুরগা বলে," সে এক আদ্যিকালের গল্প।
তোমার তখন জন্মই হয়নি
আরে আমার বয়সই অল্প।
রাজা ছিলেন তখন রাজকুমার।
পুরান স্টেশনে
হরিন শিকারেই দিন চলে যেত বেশুমার।
সেদিনের কথা আজও মনে হয়
হবে হবে করছে তখন সূর্যোদয়(sunrise)
জেগে উঠে বললেন কুমার,
হরিণ শিকারে
আজ যাব ইস্পাহানি পাহাড়ে।
কিন্তু সেই পাহাড়ে
এক বাঘিনী
কুমারকে ভুলিয়ে দিল তার রূপের বাহারে।
কি সুন্দর ছিল সেই দিনগুলো"
দীর্ঘশ্বাস ছেড়ে মুরগাটা কয়"আহারে"।
শুধালাম,"তারপর কি হল?"
মুরগা কয়, "কি আর হবে?
কুমার বাঘিনীকে মনটা দিল।
ডেটিং-এই তার দিন সব গেল।
রাজকাজে তার মন বসে না
কল্পনায় তার বসবাস।
রাজা ভাবলেন,এভাবে চললে
রাজ্যের সর্বনাশ।
তাইতো চাটগার সে পাহাড় থেকে
কুমারকে পাঠালেন গাজীপুরের এই শালবনে।
সাথে পাঠালেন আমায়
যাতে কুমারকে রাখি দেখে শুনে।"
শুধালাম, "বাঘিনীর কি হল?"
মুরগা কয়,"বাঘিনী পথ চেয়ে বসে আছে
এই বুঝি তার কুমার এল।"
বললাম,"তাই বুঝি রাজার মনটা খারাপ?
দাঁড়াও। এখনই করিয়ে দিচ্ছি বাঘ-বাঘিনী আলাপ।
বের করে আমার পেয়ারটেল সিম
সারা রাত ফাইট দিয়ে
ফ্রী মিনিট পেয়েছি অসীম।
নম্বর ডায়াল কর বললাম ,"হ্যালো।
তোমার প্রাননাথ টাইগারে সাথে
একটু কথা বল।"
দেখি আমাদের ব্যাঘ্রকুমারের মুখে হাসি।
আমায় জরিয়ে ধরে বলল,
"ওগো গণটাইগারের বন্ধু,
আমি তোমায় ভালবাসি।"

কোন এক বাঘকুমারের জন্মদিনে- গণটাইগারের বন্ধু 
------------------------------------------------------------------------------------------------
একটি আমি তুমি আমরা প্রোডাশন। কপি পেস্ট মারলে কিন্তু খবর করে দিব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)