সত্যের জয়

নাস্তিকগুলো মুর্খ ভারী
বাড়ছে তাদের তেল
তাদের কথার জবাব দিতে
হচ্ছি জেনারেল।

তবু আমার ভাইগুলো সব
আছে আমারই পাশে,
হই জেনারেল, খাই ব্যান
তবু তাতে কি যায় আসে?



মিথ্যাবাদী মূর্খের দল
ছিল তো যুগে যুগে।
সত্য তবু জয় পেয়েছে
হোক না যতই ভুগে।

এসো আজ তবে ভাইয়েরা আমার
একসাথে হই মোরা।
আজ নয় কাল ধ্বংস হবে
সব মিথ্যেবাদী গোরা।

পূর্বে সামু ব্লগে প্রকাশিত





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)