আমার পরাণ পাখিগুলো ঝগড়া করে

বাবুই পাখিরে ডাকি
বলিছে চড়াই,
ভীষণ খিদে পেয়েছে
চুলায় চাপাও কড়াই।

তুমি থাক মহাসুখে
আরাম কর ঘরে।
আমি কত কষ্ট পাই
সারাদিন অফিস করে।



বাবুই হাসিয়া কহে,
সন্দেহ কি তায়?
আমি যদি আরাম করি
তোমার খাবার কে বানায়?

আমি চললাম বাপের বাড়ি
তুমি থাক ঘরে।
দেখব কেমনে অফিসে যাও
ঘরের কাজ করে


পূর্বে সামু ব্লগে প্রকাশিত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)