আমি একখান নোট লিখতাম চাই
ফেসবুকেতে চলছে এখন নতুন একটা ট্রেন্ড
নোট লিখে তুমি ট্যাগ করে দাও তোমার যত ফ্রেন্ড।
বিষয়ের কোন বালাই নেই, নেই তার আগামাথা
তুমি শুধু লিখে যাবে তোমারি মনের কথা।
সাহিত্যমান নাইবা থাকুক, কিবা যায় তাতে আসে
পাত্তা তুমি দিয়ো নাকো যদি লোকে নোট পড়ে হাসে।
পচাতে যদি চাও কাউকে লিখে ফেলো তুমি নোট
ফ্রেন্ডগুলোকে ট্যাগ করে দাও সেই নোটে ঝটপট।
সেই নোটেতে কমেন্ট কর বন্ধুরা সব মিলে
পচিয়ে শালাকে শেষ করে দাও, চামড়াটা দাও ছিলে।
সেই নোটটাকে শেয়ার কর, বিতরন কর লিঙ্ক
আর কিভাবে পচাব ব্যাটাকে, think man, think.
এরপরেও তার ত্যাড়া ঘাড় যদি নাহয় সোজা
ছেলেটা ভীষণ নির্লজ্জ-যাবেই তখন বোঝা।
এরপর যদি সেই ছেলেটা লেখে নোট তোমায় নিয়ে
সেখানেও শালাকে পচিয়ে দিও যাতা কমেন্ট দিয়ে।
এরপরেও না যদি মেটে তোমার মনের জ্বালা
তুই ব্যাটা আমার নোট ছেড়ে জলদি করে পালা।
নোট লিখে তুমি ট্যাগ করে দাও তোমার যত ফ্রেন্ড।
বিষয়ের কোন বালাই নেই, নেই তার আগামাথা
তুমি শুধু লিখে যাবে তোমারি মনের কথা।
সাহিত্যমান নাইবা থাকুক, কিবা যায় তাতে আসে
পাত্তা তুমি দিয়ো নাকো যদি লোকে নোট পড়ে হাসে।
পচাতে যদি চাও কাউকে লিখে ফেলো তুমি নোট
ফ্রেন্ডগুলোকে ট্যাগ করে দাও সেই নোটে ঝটপট।
সেই নোটেতে কমেন্ট কর বন্ধুরা সব মিলে
পচিয়ে শালাকে শেষ করে দাও, চামড়াটা দাও ছিলে।
সেই নোটটাকে শেয়ার কর, বিতরন কর লিঙ্ক
আর কিভাবে পচাব ব্যাটাকে, think man, think.
এরপরেও তার ত্যাড়া ঘাড় যদি নাহয় সোজা
ছেলেটা ভীষণ নির্লজ্জ-যাবেই তখন বোঝা।
এরপর যদি সেই ছেলেটা লেখে নোট তোমায় নিয়ে
সেখানেও শালাকে পচিয়ে দিও যাতা কমেন্ট দিয়ে।
এরপরেও না যদি মেটে তোমার মনের জ্বালা
তুই ব্যাটা আমার নোট ছেড়ে জলদি করে পালা।
পুর্বে ফেসবুকে নোট হিসেবে প্রকাশিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন