নাস্তিকগো লাইগা কিছু অনুকাব্য

একটু আগে নাস্তিক বিষয়ক একটা কবিতা দিয়েছিলাম।চোরের মত মাইনাস দিয়া পলাইতেছে।তাহাগো লাইগা আরও কিছু অনুকাব্য।

ফেসবুক আইডি:

জানো কি ভাইডি
ভাগিনা খুলিয়া দেয়
নাস্তিকের ফেসবুক আইডি 

******
নাস্তিকেরা লিখিতে চায় চরম
করিতে চায় ব্লগ গরম
বারবার তাহারা ধরা খায়
তবু নাই তাগো লজ্জা শরম।



******
নাস্তিকরা সব ধরা খায়া
শুধুই যায় পিছলায়া।

******
মাঝে মাঝেই খায় এরা ব্যান
ওরে নির্লজ্জ কান্দাকাটি কইরা
ফিরা আইছস ক্যান??? X( X((

******
যুক্তিতে না পাইরা
দিব ছাগু ট্যাগিং।
ব্যান একা্উন্ট ফিরা পাইতে
কইরা যায় ব্যাগিং =p~ =p~ =p~

পূর্বে সামু ব্লগে প্রকাশিত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)