ভালোবাসার অনুকাব্য

তোমায় আমি ভালোবাসি
ভালোবাসি ক্রিকেট
আমার জীবনে তুমিই শুধু
বিশ্বকাপের টিকেট।

*********
তুমি আমায় বললে সেদিন
দেখবে খেলা মাঠে গিয়ে
তাইতো আমি টিকেট কিনি
নাওয়া খাওয়া ভুলে গিয়ে।



******
অবাক হয়ে খেলা দেখো
তোমায় দেখি আমি
আমার জীবনে তুমি
ম্যাওম্যা’র চেয়ে দামী।

******
তামিম যখন ছক্কা মারে
সাকিব মারে চার
তুমি মাত উল্লাসে
আর আমি বলি চমৎকার।

******
Wi হেরে গেল বলে
তোমার চোখে পানি।
বাংলাদেশই কোয়ার্টারে যাবে
সত্যিই আমি জানি।

পুর্বে সামু ব্লগে প্রকাশিত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)

একটি ফেসবুকীয় প্রেম কাহিনী ও কিছু ছ্যাকা খাওয়ার গল্প

কিছু কমন কৌতুক (হাল্কার উপর পাতলা ১৮+)