এই আমি
![]() |
আমি ব্লগার "আমি তুমি আমরা"।
চট্টগ্রামের ছেলে, আপাতত জীবনের প্রয়োজনে আছি ঢাকায়।পড়ছি বুয়েটে, শেষ বর্ষে।আর কিছুদিনের মধ্যেই ইঞ্জিনিয়ার হয়ে বেরোব, ইনশআল্লাহ।
![]() |
৯ মাস বয়সে আমি |
ব্লগিং শুরু সামুতে।এখন সামু, চতুর এবং আমার বর্ণমালায় ব্লগিং করছি এই নিকে।ফেসবুকেও আছি একই নামে।
http://www.amarbornomala.com/JONOTA_123007.html
http://www.somewhereinblog.net/blog/JONOTA_123007
http://www.choturmatrik.com/blogs/আমি-তুমি-আমরা
http://www.choturmatrik.com/blogs/আমি-তুমি-আমরা
লিখতে ভাল লাগে। তবে অলস মানুষ বলে মাথায় অনেক আইডিয়াই আসে, কিন্তু শেষ পর্যন্ত হয়ত আর লেখা হয় না। আর অলসতাকে হারিয়ে যা কিছু লিখে পারি তা মনে হয় অখাদ্যই হয়। তারপরও লিখে যাই। কেননা নিজের আনন্দের জন্যই লিখি।
আশা করছি আমার লেখা ভালো লাগবে। এই ব্লগে প্রকাশিত প্রায় সব লেখাই পূর্বে অন্যান্য কমিউনিটি বাংলা ব্লগে এবং ফেসবুকে নোট হিসেবে প্রকাশিত।
----------------------------------------
প্রিয় পাঠক , কষ্ট করে আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।আর লেখা পড়ার পর ভাল লাগুক, মন্দ লাগুক, মন্তব্য জানিয়ে যেতে ভুলবেন না।
আশা করছি আমার লেখা ভালো লাগবে। এই ব্লগে প্রকাশিত প্রায় সব লেখাই পূর্বে অন্যান্য কমিউনিটি বাংলা ব্লগে এবং ফেসবুকে নোট হিসেবে প্রকাশিত।
----------------------------------------
মন্তব্যসমূহ