চট্টগ্রাম!চট্টগ্রাম!!চট্টগ্রাম!!!আসুন চট্টগ্রামের ভাষা শিখি ( সকল চিটাইংগা এবং নন-চিটাইংগার জন্য একটি অবশ্য পাঠ্য পোস্ট) ;););)
চট্টগ্রামের মানুষদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ দুজন চিটাগুনিয়ান একসাথে হলেই আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে, আশেপাশে আর খেয়াল থাকেনা। চট্টগ্রামের ভাষাটাও এমন চট্টগ্রামের লোক ছাড়া বাকিদের পক্ষে বোঝা সম্ভব নয়। আরে বাকিরা বুঝবে কি - আমি নিজে জন্মসূত্রে চিটাগুনিয়ান হওয়া সত্বেও শহরে বড় হওয়ার কারণে অনেকের অনেক কথা বুঝি না।
তো আমার যে সকল ভাই আমাদের ভাষা বুঝেননা তাদের জন্যই আমার এই চট্টগ্রামের ভাষা শিক্ষা কোর্সঃ
তো আমার যে সকল ভাই আমাদের ভাষা বুঝেননা তাদের জন্যই আমার এই চট্টগ্রামের ভাষা শিক্ষা কোর্সঃ
তাহলে শিখে নিন চট্টগ্রামের ভাষা আর চট্টগ্রামের ভাষায় কথা বলে চট্টগ্রামের লোকদেরই চমকে দিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন