আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ গুগল ডুডলের জন্য তরুণদের প্রচারণা।
আমরা বাংলাদেশী! আমাদের আছে গৌরবময় অনেক ইতিহাস! যেখানে আছে আমাদের সকল বিজয় গাঁথা। আর অন্যান্য দেশের মত আমার বিজয়ও এসেছে অনেক লড়াই করার পর। একটি বিষয়: অন্যরা যেভাবে তাদের দেশ রক্ষায় লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন। আমরাও কিন্তু তাই করেছি। কিন্তু, তার পরেও বলবো.. আমাদের স্বাধীনতার ইতিহাস অন্যদরে থেকে আলাদা। কেন জানেন? আমরা শুধু দেশ স্বাধীন করতে লড়াই করি নাই। আমরা আমাদের মায়ের ভাষার "বাংলা"- কে পরাশক্তির হাত থেকে মুক্ত করতে লড়াই করেছি। এই মুক্তি অর্জন করতে আমাদের ত্যাগ করতে হয়েছে অনেক সময়, অনেক শ্রম ত্যাগ, রক্ত, সম্মান। সেগুলো কারোরিই অজানা নয়। জানি না আমাদের এই সাফল্য গাঁথা ইতিহাস কতটি দেশের মানুষ জানি। সবাই জানুক বা কয়েকজন, গুগল ডুডল লক্ষ আমাদের এই ইতিহাসকে পৃথিবীর সবার সামনে তুলে ধরার। জানি আমাদের এই তুলে ধরার পথটি সহজ নয়। অনেক নিয়ম শৃঙ্খলা মেপে আমাদের লক্ষে তীর ছুড়তে হবে।এই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে কিছু বাংলাদেশী তরুণ।