পোস্টগুলি

নভেম্বর, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"ইডা আর নতুন কি। যার ডারলিং নাই, হে ডারলিং ভাড়া নেয়।" সোনার বাংলায় কি হচ্ছে এসব???

ছবি
ভাড়ায় প্রেম চলছে রাজধানীতে। ক্যাটরিনা, মল্লিকা, বিপাশারা অপেক্ষায় থাকে ভাড়াটে প্রেমিকদের জন্য। ঘণ্টা চুক্তিতে চলে তাদের প্রেম। ৫০ টাকায় গল্প করা, ১০০ টাকায় হাত ধরা ও চুমুতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও।

অসাধারন একটা ভালবাসার গল্প

আমরা মাঝেমাঝেই কিছু গল্প পড়ে মুগ্ধ হই আর নিজের জীবনের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলি, ইশশ, জীবনটা যদি এমন হোত।তেমনই একটা মধুর গল্প। দুজন নরনারীর মাঝে ভালবাসা কতটা কিউট আর চমৎকার হয় তারই একটা উদাহরন এই গল্পটা।গল্পটা নেয়া হয়েছে একটি ফেসবুক পেজ থেকে। মেয়ের দৃষ্টিতেঃ ১ম দিনঃএক ইডিয়ট কে দেখলাম প্রথম বেঞ্চ এ ঘুমাচ্ছে ২য় দিনঃ ইডিয়ট টাকে দেখলাম স্যার পানিশমেন্ট দিছে ৩য় দিনঃ সে একটা ছেলের সাথে মারামারি করছিল!! উহ ইডিয়ট!! ৪র্থ দিনঃ ওকে দেখছি না!! কোথায় গেল!!

আসুন একজন সত্যিকারের নায়ককে দেখি

ছবি
একজন মানুষ যিনি প্রায় ২ মিলিয়ন বাচ্চার জীবন বাঁচাতে সাহায্য করেছিলেন।। জেমস হ্যারিসন, একজন অস্ট্রেলিয়ান নাগরিক যার রক্তে এমন একটি অ্যান্টিবডি ছিলো যা অ্যানিমিয়া(যেই রোগে শরীর পর্যাপ্ত পরিমাণ লোহিত রক্ত কনিকা তৈরি করতে পারে না) নামক রোগ থেকে মানুষকে বাঁচাতে পারতো।। এই অ্যান্টিবডি ছোট বাচ্চাদের রেসাস ডিজিজ(এই রোগে বাচ্চার রক্ত মায়ের রক্ত থেকে ভিন্ন হয়।। যেমন, মা যদি রেসাস নেগেটিভ গ্রুপের রক্তের অধিকারী হয়, তবে বাচ্চার রক্তের গ্রুপ হয় রেসাস পসিটিভ।। ফলশ্রুতিতে, মা গর্ভবতী থাকা অবস্থায় মায়ের শরীরের অ্যান্টিবডি বাচ্চার রক্তে হামলা চালায়।।) এই রকম বাচ্চারা সাধারণত মারা যায়।। মারা যাওয়ার অন্যতম প্রধান একটি কারন হলো, ব্রেইন ড্যামেজ।।