পোস্টগুলি

2016 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রম্য গল্পঃ কালো বিড়ালের ঘড়ি

ছবি
এ জার্নি ইন এ বার্নিং ট্রেন কয়েকদিন পরের কথা।মিসেস আবুল আইমিন আমাদের তথ্যমন্ত্রীর স্ত্রী সুস্থ হয়ে উঠেছেন।হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে থাকতে তার আর ভাল লাগছিল না।তার আবুল পদ্মা সেতু আইমিন পুলসেরাত বিস্ফোরিত হয়ে জাহান্নামের বুকে পড়ে আছে।প্রান ভোমরার জন্য কিছু করা দরকার।সুতরাং তিনি ডেকে পাঠালেন ফেরেশতাকে। একটু পর দরজার ফাকে ফেরেশতাকে দেখা গেল। -আমায় ডেকেছেন? -হ্যা। -কেন? -আমার আর হাসপাতালে থাকতে ভাল লাগছে না। -কেন? -আরে ভাই আমরা হলাম পলিটিশিয়ানের স্ত্রী।আমরা রাজপথে বা বক্তৃতার মঞ্চে বসে থাকতে পারি অন্তহীন সময়।কিন্তু হাসপাতালে আসলে এভাবে বসে থাকা যায় না কোন কাজ ছাড়া। ফেরেশতাকে চিন্তিত দেখাল। -আপনি তাহলে চলে যেতে চান? -হুম। -আসল কথাটা বলুন তো। -মানে? -মানে আপনি হলেন আবুল হোসেনের স্ত্রী।আর আবুল হোসেন হলেন ব্যবসায়ী, নট রাজনীতিবিদ।আপনারা রাজপথে বা বক্তৃতার মঞ্চে না, এসি অফিস আর কিটি পার্টিতে ঘন্টার পর ঘন্টা অকারনে নষ্ট করতে পারেন।আপনার এই যুক্তি অসার। সুতরাং আসল সত্য কথাটা বলুন। উনার মুখ কালো হয়ে গেল। -আসলে আমার জানু আবুলের জন্য মনটা কেমন যেন করছে।জানিনা জাহান্...